ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:০২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আজ রাজধানীর বাতাস সহনীয় পর্যায়ে 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২২ জুন ২০২৫ রবিবার

আজ রাজধানীর বাতাস সহনীয় পর্যায়ে 

আজ রাজধানীর বাতাস সহনীয় পর্যায়ে 

ঢাকার বাতাস ধারাবাহিকভাবে অস্বাস্থ্যকর থাকলেও আজ রবিবার সহনীয় পর্যায়ে রয়েছে। দিনের শুরুতে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার উন্নতি হচ্ছে।

এদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৭ মধ্যে। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিটে ৮৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দেখা গেছে ১৭ তে। এ সময়ে বায়ু দূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে প্রথম স্থানে ছিল উগান্ডার কম্পালা। দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহর, যার স্কোর দেখা গেছে ১৬৭। এছাড়া ১৫৩ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে তৃতীয় স্থানে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।